বগুড়ায় হাইওয়ে পুলিশের যানজটমুক্ত মহাসড়ক ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে নির্বাহী প্রকৌশলী সাসেক প্রকল্প অফিসার ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এছাড়া মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনসহ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলোশের ইমেজ বৃদ্ধি করতে হবে। মহাসড়কে যানজট নিরসন এবং দুর্ঘটনা হ্রাস কল্পে থ্রি-হুইলারসহ সব ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, দ্রুতগতি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যাত্রী, পথচারী, যানবাহনের মালোক-শ্রমিক চালকের সচেতনতা তৈরি, স্কুল কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি, হাট বাজার বিভিন্ন স্ট্যান্ডসহ জনবহুল স্থানে লোফলেট বিতরণের কার্যক্রম জোরদার করতে হবে। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলোশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তির প্রতি গুরুত্বারোপ অতিব জরুরি। এছাড়াও ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে নিরাপদে ও কোনো প্রকার ভোগান্তি ব্যতীত গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ঢাকা-উত্তরবঙ্গগামী মহাসড়কের চিহ্নিত এলাকাগুলোর যানজট নিরসনে নানা সুপারিশ প্রদান করেন মতবিনিময়ে অংশগ্রহণকারীরা। ঈদের পূর্বেই মহাসড়কের কার্পেটিং, কাস্টেটিং, সলোং রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন ঠিকাদারি প্রতিষ্ঠান যেন নির্বিঘ্নে ঘরমুখো মানুষ গন্তব্য স্থানে পৌঁছতে পারে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সাসেক মো. মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব, মো. মামুন কায়ছার চপল, মো. আবু সালেহ মাহমুদ, মো. ফয়সাল মাহমুদসহ প্রমুখ।