ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবজাতকের মৃত্যু

নবজাতকের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতিতে প্রসূতির নরমাল ডেলিভারির সময় আয়া-নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অবস্থা কে দেখে ডেলিভারি শেষ না করেই অপারেশন থিয়েটারে মা ও শিশুকে রেখে পালিয়ে যান অভিযুক্ত নার্স ও আয়ারা। পরে অপারেশন থিয়েটারে গিয়ে প্রসূতির স্বজনরা দেখেন নবজাতকের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম কোন কথা বলতে অপরাগতা জানালে হাসপাতালের কর্তব্যরত নার্সরা বলেন, ওই সময় আমাদের ডিউটি ছিল না। কি হয়েছে সঠিকভাবে বলতে পাচ্ছি না। তবে নরমাল ডেলিভারির সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক ছিল না। সেখানে নার্সরা ছিলেন। এর বেশিকিছু বলতে পারবো না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত