ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

সাভারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি বোতলের রিসাইকেলিং প্লাস্টিক কারখানা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে বোতলের রিসাইকেল তৈরির টিনসেন কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভারের চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার আশেপাশের বিভিন্ন গাছও পুড়ে যায়। এঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত দশ জন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে কারখানার মালিক ও শ্রমিকরা এখন পলাতক রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত