ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনা-৬ আসনে জাপা’র প্রার্থী হতে চান

কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মধু

কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মধু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি রয়েছে ৯ মাস। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ দলের সিদ্ধান্তে অনড় রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে বর্তমান সংবিধানের আওতায় নির্বাচনি করতে। আর বিএনপির দাবি নির্দলীয় তত্ত্ব¡াবধায়ক সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হতে হবে। অপরদিকে সাবেক রাষ্ট্রপতি মরহুম এইচএম এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাপা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। সে লক্ষ্যে দলটির নেতারা দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ শুরু করেছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধু জানিয়েছেন, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনের ন্যায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে প্রতিদ্ধদ্বিতা করবেন। বিগত ৩০ বছর ধরে তিনি এ এলাকার মানুষের জন্য কাজ করে চলেছেন। নদীভাঙন, আইলা, সিডর, আম্পান, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে তিনি কয়রা-পাইকগাছার মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত