হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি না দেয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এতে করে দেশের বাজারে সরবরাহ কমে দাম বাড়তির আশঙ্কা করছেন আমদানিকারকরা। রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন তারা। গত বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে বুধবার অনুমতি থাকা মেয়াদের শেষ দিনে বন্দর দিয়ে সাতটি ট্রাকে ১৯২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনছি দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে ও পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকের স্বার্থ বিবেচনা করে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দিয়েছে। তবে এই সিদ্ধান্তের সুযোগ নিতে পারেন অনেকে। আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বাজারে ছাড়েন না, তারা স্টক করেন। এতে দেশের বাজারে সরবরাহে ঘাটতি হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে থাকে। কয়েকদিন পরেই রমজান মাস। তাই এ সময়ে বাজার যেন স্থিতিশীল থাকে সে লক্ষ্যে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়া উচিত বলে মনে করছি। পেঁয়াজ আমদানিকারক শাহিনুর রেজা বলেন, পুরনো আইপির মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত ছিল যা গতকাল শেষ হয়ে গেছে। নতুন করে আর পেঁয়াজ আমদানির অনুমতি না দেয়ায় আমদানিকারকরা এলসি খুলতে পারছেন না। যার কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে আমরা শঙ্কায় রয়েছি পেঁয়াজ আমদানি বন্ধের এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্য বাড়ালে রমজান মাসে মানুষ পড়বে ভোগান্তিতে। সরকার যদি অন্তত রমজান মাসে আমদানির অনুমতি দেয় তাহলে এই মাসে বাজার স্বাভাবিক থাকত।