আবাসিক বিদ্যুৎ সংযোগে চলছে অবৈধ সেচ পাম্প

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আরএম সেলিম শাহী, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের আবাসিক বিদ্যুৎ সংযোগে অবৈধভাবে সেচ পাম্প চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ বৈধ সেচ পাম্প মালিকদের। জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শত শত অবৈধ সেচ পাম্প চালানো হচ্ছে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। অনুমোদন বিহীন এসব সেচ পাম্প অবাধে চালানো হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন বৈধ সেচ পাম্প মালিকরা। অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে বিএডিসির অনুমোদনপ্রাপ্ত পল্লী বিদ্যুতের আওতায় বৈধ সেচ পাম্প রয়েছে প্রায় ৬০০’র মতো। অপর দিকে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধভাবে চালানো হচ্ছে সহশ্রাধিক সেচ পাম্প।

অভিযোগে প্রকাশ, অবৈধভাবে সেচ পাম্প চালানোর কারণে বৈধ সেচ পাম্প মালিকরা চরম বিপাকে পড়েছেন। অবৈধ সেচ পাম্প মালিকরা নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্য কৃষকদের জমিও চাষাবাদ করে আসছেন। অথচ লাখ লাখ টাকা খরচ করে উপজেলা সেচ কমিটির অনুমতি নিয়ে সেচ পাম্প স্থাপনকারী সেচ পাম্প মালিকরা এখন দিশাহারা হয়ে পড়েছে। তারা সেচ দেয়ার মতো জমি পাচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের।

সেচ পাম্প মালিকরা জানান, বৈধ সেচ পাম্পের বিদ্যুৎ সরবরাহে ভর্তুকি দিচ্ছে সরকার। আর আবাসিক বিদ্যুৎ সরবরাহে সে ভর্তুকি নেই। এতে পল্লী বিদ্যুৎ সমিতি লাভবান হচ্ছে।