শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা। গতকাল শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকরা বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে।