ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাটকা ধরায় আটক ৩৩ ও ২২ জেলের কারাদণ্ড

জাটকা ধরায় আটক ৩৩ ও ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ২২ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং পাঁচ অপ্রাপ্ত জেলেকে আইন সম্পর্কে ধারনা না থাকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। গতকাল রোববার চাঁদপুর নৌথানার ওসি মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. হযরত আলী, মরন আলী, জনি, সুমন, মো. জালাল, ছাদেক, তাজুল ইসলাম মাঝি, আবদুল করিম হাওলাদার, আমান উল্যাহ মাঝি, জীবন মাঝি, কাউছার মাঝি, শাওন মাঝি, নাজমুল হাসান, মো. সেলিম মাঝি, আ. হাকিম মাঝি, নুর মোহাম্মদ, রায়হান, রুবেল বেপারি, সুফিয়ান তালুকদার, মো. ফারুক খান আল-আমিন, মো. হাসান।

মৎস্য আইনে নিয়মিত মামলার আসামিরা হলেন- মনছুর গাজী, হাসান গাজী, শাহাদাত মাঝি, সাইফুল মিয়া, শাহীন হাওলাদার, নাজমুল আখন। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- মেহেদী হাসান, আরিফ বেপারি, শাকিল, পারভেজ মাঝি ও রহিম মাঝি। নৌথানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত