পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ১২০ টাকায় পুলিশের চাকরি হয়েছে ৬৯ জনের। গতকাল ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টআরসি) পদে নিয়োগ পরীক্ষা ডিসেম্বর ২০২২ ফলাফল প্রকাশ করেন নীলফামারী জেলা পুলিশ। গতকাল সোমবার সকালে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস। পুলিশের চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন, আনছার কোটায় একজন, পোষ্য কোটায় ৬ জন আর বাকি ৫৪ জনের মধ্যে এতিম, কৃষক, দর্জি, রিকশাচালক, ইউপি সদস্য, সবজি ব্যবসায়ী, ভ্যানচালক ও ড্রাইভারসহ বিভিন্ন পেশার ছেলেমেয়েদের নেয়া হয়। এদের মধ্যে ১০ জন নারী সদস্য রয়েছে।