ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাইবান্ধায় জমি দখলের পাঁয়তারার বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধায় জমি দখলের পাঁয়তারার বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ৭৩ শতক জমি দখলের পাঁয়তারার বিরুদ্ধে গতকাল সোমবার শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষানুরাগী, সুশীল সমাজসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়টি দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানের একটি। বিদ্যালয়টি সরকারি হওয়ার আগের একজন সহকারী শিক্ষক ছিলেন  হাফিজুর রহমান। অনৈতিক আচরণের কারণে ওই শিক্ষককে কয়েকবার সতর্ক করে তৎকালীন বিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তাকে ১৯৫৯ সালের ৫ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত ও ১৯৬০ সালের ১৭ জানুয়ারি চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি বকেয়া বেতন ৫ হাজার ৮৫০ টাকা দাবি করে বিদ্যালয়ের ৭৩ শতক জমি কৌশলে নিলামে তুলে নিজেই নিলাম ডেকে জমির মালিক হওয়ার অপচেষ্টা করেন এবং বিভিন্ন মামলায় লিপ্ত হন। মামলাগুলোর এক পর্যায়ে বিদ্যালয়ের পক্ষে তদানীন্তন জেলা প্রশাসক হাইকোর্টে আপিল করেন। আপিল মামলাটির দুইতরফা বিচারে ২০০৯ সালের ৪ জুন গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে রায় দেন আদালত। রায়ের বিরুদ্ধে হাফিজুর রহমান কোনো আদালতে চ্যালেঞ্জ করেননি। গত ২০১৮ সালের ২৬ মে তিনি মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত