হাতীবান্ধায় মুজিববর্ষের ঘর পাচ্ছেন ২১০ জন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লাললমনিরহাটের হাতীবান্ধায় চতুর্থ পর্যায়ে ২১০ জন গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর। আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নের নীড় ও দুই শতক জমিসহ হস্তান্তর করা হবে।

গতকাল সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন পরিষদের কনফারেন্স কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ধরনের তথ্য জানান। তিনি আরো বলেন এর আগে তৃতীয় দফায় ৯৩৮ জন গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। আরো নতুন করে ৫৭টি পরিবারকে গৃহ প্রদান করা হবে। উল্লেখ্য যে, আর কোনো ভূমিহীন- গৃহহীন পরিবার পাওয়া না গেলে হাতীবান্ধা উপজেলাকে ভূমিহীন-গৃহহীনশূন্য ঘোষণা করা হবে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন, পিআইও মাইদুল শাহ্, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়।