দুইজন নিয়ে চলছে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

২০১৫ সালে কুমিল্লায় একজন সহকারী পরিচালক ও একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যাত্রা শুরু হয়। কিন্তু দীর্ঘ প্রায় ৮ বছরেও এর বাড়েনি জনবল। বর্তমানে মাত্র দুইজন জনবল চলছে অধিদপ্তরের কার্যক্রম। এখানে অনুমোদিত অফিস সহায়কের পদটিও শুরু থেকে শূন্য রয়েছে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে তারা অন্যান্য দপ্তরের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করা হলেও নেই যানবাহনের ব্যবস্থা। জেলার বাজার তদারকিতে ভাড়া করা গাড়িই এ অধিদপ্তরের একমাত্র ভরসা। এসব সমস্যার মাঝেও গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ৮ মাসে তারা জেলার বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও শপিংমলে ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি, অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, শুরু থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের একটি কক্ষে এ অধিদপ্তরের যাত্রা শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলার ১৭টি উপজেলার বিভিন্ন স্থানে গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভোক্তাদের ১৮৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ৩১৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৯৭টি মামলা দায়েরসহ ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৩১ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।