ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নওগাঁয় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নওগাঁয় ফিল্মি স্টাইলে পথরোধ করে মরিচের গুড়া ছিটিয়ে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গতকাল সোমবার বেলা দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও তেঘরবিশা গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে লিমন হোসেন মিন্টু। পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক বলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল জব্বার। তিনি গত ১৬ মার্চ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পথিমধ্যে মহাদেবপুর-মাতাজি সড়কের বেলট গ্রামের মোড়ে দুইটি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরিহিত অজ্ঞাত চার যুবক তার পথরোধ করে। এসময় তাকে মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে মুখমণ্ডলে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা ব্যাগে ১৩ লাখ ৯০ হাজার টাকা ও তার কাছে থাকা আরও ২০ হাজার টাকাসহ মোট ১৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত