ফেনীতে সড়ক-মহাসড়কে মৃত্যুফাঁদ

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে কাদায় ভরে যায়। মোটরসাইকেলসহ গাড়ি চালকরা, আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বৃষ্টির পানিতে কাঁদায় মৃত্যুফাঁদে পরিণত ফেনীর সড়ক ও আঞ্চলিক মহাসড়ক। মাটি কাটার ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় এলাকাবাসীর। ফেনী জেলার সড়ক ও আঞ্চলিক মহাসড়কের ওপর পিকআপের থেকে পড়ে যাওয়া মাটি এখন সামান্য বৃষ্টির পানিতে মরণফাঁদে পরিণত হয়েছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম গত রোববার বিকেলের সামান্য পানিতে কাঁদায় পিচ্ছিল হয়ে ছোট বড় সবধরনের যানবাহন চলাচলে বিপজ্জনক হয়ে পড়েছে। এমতাবস্থায়, থাকলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যানমালসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দেখা দিয়েছে অন্যরকম এক অস্বস্তি। এই বৃষ্টি বহুগুণ বেশি অস্বস্তির কারণ হয়ে কাটার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে ফেনী অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, আঞ্চলিক মহাসড়কে। এসব এলাকার গ্রামীণ রাস্তা-ঘাট, সড়ক-আঞ্চলিক মহাসড়কগুলো দেখে একদমই বোঝার উপায় নেই যে, সেগুলো পিচের কার্পেটিং কিংবা ইটের ফ্লাট সলিংয়ের। সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানিতে কাঁদায় একাকার হয়ে গেছে অত্যান্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলো। ফেনী অঞ্চলের বিভিন্ন ইটভাটায় মাটি বহনকালে যানবাহন থেকে সড়কের ওপর পড়ে যাওয়া মাটিই সামান্য বৃষ্টির পানিতে কর্দমাযুক্ত মাঠে পরিণত হয়ে জনসাধারণের চলাচলে জ্বালার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঁইয়া ও সোনাগাজীসহ এসব অঞ্চলের ইটের সলিং ও পিচ কার্পেটিং রাস্তাগুলো এখন কাঁদামাটির রাস্তায় পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে ভিজে রাস্তা পিচ্ছি হয়ে বাস-ট্রাক তো দূরের কথা সামান্য সাইকেল, মোটরসাইকেল, ভ্যানও চলাচল করতে গেলে সিলিপ করছে। বড় বড় যানবাহন দুর্ঘটনা এড়াতে চলাচল করছে ধীরগতিতে।