কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ে, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। সরস্বতী সিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) সঞ্জীব মজুমদার। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব হোসেন, শালিখা থানার ওসি মো. মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে ১০০ কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন মাঠ কর্মকর্তা (ইরেসপো) মো. নসরুল আলম।