ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিজে বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি

ব্রিজে বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। এর ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিভাগ। নতুন করে আরও ১৯টি ব্রিজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বিভাগটি। ব্রিজগুলো হলে মানুষের দুর্ভোগ ফুরাবে। সেই সঙ্গে মোট দেশজ উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য প্রসারে বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এর প্রভাবে পাল্টে যাবে দেশের সার্বিক চিত্রও। জানা গেছে, গত ৪ থেকে ৫ বছর আগে প্রায় ১৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে উপজেলার কালিয়াকৈর-বাঁশতলী ৭ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়। কিন্তু এর মুখে কালিয়াকৈর বাজার এলাকায় ঘাটাখালী নদীর ওপর দীর্ঘদিনের পুরোনো সরু ব্রিজের জন্য দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ। ফলে তেমন কোনো কাজে আসছে না সড়কটি। অপরদিকে দেশ স্বাধীনের অর্ধশত বছরেও আশাপুর এলাকায় ধানতারা নদীর ওপর ব্রিজ হয়নি। অথচ ওই নদীর ওপারে প্রায় ১৪ বিঘা জমির ওপর আশাপুর ও বেনুপুর দু’গ্রামের একমাত্র কবরস্থান। কেউ মারা গেলে বর্ষায় নৌকা ও শুষ্ক মৌসুমেও সরু বাঁশের সাঁকো যোগে অতিকষ্টে লাশ নিয়ে নদী পারাপার হতে হচ্ছে। শুধু কালিয়াকৈর বাজার ও আশাপুর এলাকাই নয়, উপজেলার বিভিন্ন এলাকায় তুরাগ, বংশাই, গোয়ালিয়া, ঘাটাখালী, ধানতারা নদীসহ বিভিন্ন খাল-বিলে ব্রিজের অভাবে কিছুটা থমকে দাঁড়িয়ে পড়েছে সরকারের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কঠোর পরিশ্রম করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক। তার দিকনির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের তত্ত্বাবধানে ব্যাপক সড়ক যোগাযোগ উন্নয়ন করছে উপজেলা এলজিইডি অফিস। ওই অফিসের প্রকৌশলী বিপ্লব পালের নেতৃত্বে একটি টিম ঘুরে ঘুরে বিভিন্ন নদী, খাল-বিলের দুর্ভোগের স্থান চিহ্নিত করে নতুন ১৯টি ব্রিজের প্রস্তাবণা দেয়। এর মধ্যে নামাশুলাই-পল্লীমঙ্গল-দিঘীবাড়ি সড়কের তুরাগ নদীতে ২২০ মিটার ব্রিজ। যা চলতি মাসেই টেন্ডার হওয়ার কথা। আর কালিয়াকৈর-বাঁশতলী সড়কের কালিয়াকৈর বাজার এলাকায় ঘাটাখালী নদীতে ১২০ মিটার, আশাপুর এলাকায় ধানতারা নদীতে ৫০ মিটার, দরবাড়িয়া-দক্ষিণপাকুল্লাহ সড়কের দরবাড়িয়া এলাকায় ঘাটাখালি নদীতে ২৫০ মিটার, ভৃঙ্গরাজ-সাজনধারা সড়কের পালপাড়া এলাকায় বংশাই নদীতে ৭০ মিটার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত