উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ

শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুনানীতে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা। গতকাল বুধবার উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান ও সহকারী শিক্ষকরা। অভিযোগের তদন্ত শুনানি উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা। এ সময় প্রায় ৭৯ জন শিক্ষক তাদের বক্তব্য লিখিত আকারে জমা দেন। এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষকদের মধ্যে মো. সাখাওয়াত হোসেন, মো. আক্তার হোসেন, মাহবুবুল হক সরকার, কামাল হোসেন, সহকারী শিক্ষিকা লুবনা মরিয়ম জাহান ও মোয়াজ্জেম হোসেন।

উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভিন বানু বলেন, নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি, যথাযথভাবে পাঠ্যদান প্রদান, বিভিন্ন বরাদ্দকৃত টাকার শতভাগ বাস্তবায়নসহ শিক্ষকদের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। তবে আজকের মানববন্ধনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।