গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নীলফামারী ওয়ার্ল্ড ভিশনের হলরুমে ন্যাশনাল অফিসের সিনিয়র ম্যানেজার বিপাশা দত্তের সভাপতিত্বে এবং নীলফামারীর ম্যানেজার লোটাস টিসিম-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভির নিউজ প্রেজান্টার দেবাশীষ রঞ্জন। বিশেষ অতিথি নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, স্থানীয় দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্যানাল। শুভেচ্ছা বক্তব্য দেন এটিএন জেলা প্রতিনিধি মামুন রহমান, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ভুবন রায়। দেবাশীষ রঞ্জন বলেন, ১৯৭৩ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। সারা বিশ্বের ১৩০টা দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশের ২৮টা জেলার মধ্যে নীলফামারী।

নীলফামারী সদর এবং কিশোরগঞ্জ দুটি শাখায় ২০১০ সাল থেকে কার্যক্রম শুরু করে সংগঠনটি, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন এই এলাকায় ৩ হাজার ১২৬ জনকে বাছুর, ছাগল, হাঁস, মুরগী ও সেলাইমেশিন প্রদান করেছেন। ৮০০ শিশুদের নিয়ে কাজ করছে। বিপাশা দত্ত বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করছে, এই জেলায় কাজের বিষয়ে জানতে হলে সিনিয়র ম্যানেজারের সাথে সংবাদ কর্মীদের যোগাযোগ করতে বলেন।