ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব পানি দিবস পালন

বিশ্ব পানি দিবস পালন

বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষ্যে ‘জল ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকগঞ্জ : এ উপলক্ষ্যে মানিকগঞ্জের ধলেশ্বরী, কালীগঙ্গা, গাজীখালী, ইছামতিসহ ছোট-বড় নদী ও খাল-বিল রক্ষার দাবিতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে জেলা শহরের স্যাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলার প্রতিটি প্রাকৃতিক জলাধার নিয়মিত খননের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হকের কাছে স্মারকলিপি দেয়া হয়।

শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী। সকাল ১০টায় উপজেলার মুন্সীগঞ্জ জেলেপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় স্থানীয় গৃহিণীরা পানির কলস নিয়ে বেড়িবাঁধে অবস্থান নেন। মানববন্ধনে তারা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈম। তিনি বলেন, ‘চারিদিকে শুধু পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। উন্নয়নকর্মী ফুয়াদ মাহমুদ বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেইসঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জলবায়ু যোদ্ধা হিমাদ্রী রাজ হিমু, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী জাহিদ হাসান, বিশ্বজিত মণ্ডল, তনুশ্রী মণ্ডল, রুপা জোয়ারদার, হামিদ হোসেন, শুভজীত সরকার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত