ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এসআই প্রত্যাহার ওসির শাস্তি চেয়ে মানববন্ধন

এসআই প্রত্যাহার ওসির শাস্তি চেয়ে মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁওতে একটি মামলার পরিপ্রেক্ষিতে স্বামীকে না পেয়ে ২ শিশুসহ স্ত্রীকে গ্রেপ্তারের ঘটনায় ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে প্রত্যাহার করা হয় এবং তাকে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবিরের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ জনগণ। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুল হক, নির্যাতিত নারী ফরিদা ইয়াসমিন।

ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, সোমবার পূর্ব ফরাজীপাড়া এলাকায় শাহজাহান ও হারুন অর রশীদের মধ্যে নলকূপের পানি চলাচল নিয়ে বাকবিতন্ডা হয়। এ সময় শাহাজাহান হারুনকে নখ কাটার যন্ত্র দিয়ে আঘাত করে। তাকে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। পরে খবর পেয়ে ঈদগাঁও থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শাহাজাহানের বাড়িতে যান। এ সময় তাকে না পেয়ে তার স্ত্রী ফরিদা ইয়াসমিনসহ দুগ্ধজাত এক শিশু এবং ২ বছরের আরো এক শিশুকে থানায় নিয়ে যায়। বুধবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত