ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীজ ও সার বিতরণ

বীজ ও সার বিতরণ

গাইবান্ধা ও পাবনার সাঁথিয়ায় গতকাল বৃহস্পতিবার কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা : চলতি খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসব বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।

সাঁথিয়া (পাবনা) : পাবনার সাঁথিয়ায় ২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মর্সূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় বীজ বিতরণ উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সহকারী প্রকৌশলী (বিএডিসি) তন্ময়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত