ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাঘাটায় মিষ্টি আলুতে সফল কৃষক সিদ্দীক

সাঘাটায় মিষ্টি আলুতে সফল কৃষক সিদ্দীক

গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষি অফিসের পরামর্শ ও তত্ত্ব¡াবধানে চলতি রবি মৌসুমে কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের কৃষক সিদ্দীক আলী তার জমিতে জাপানি জাতের কোকি ১৪ (গো) জাতের মিষ্টি আলু চাষ আবাদ করে সাফল্য অর্জন করেছেন।

সম্প্রতি উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান আমার মিষ্টি আলুর ক্ষেত পরিদর্শন করেন এবং এসময় তিনি বিভিন্ন লাভ জনক ফসলের আবাদ করার পরামর্শ দেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান জানান, উপজেলা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওয়াতায় চলতি রবি মৌসুমে জাপানি জাতের কোকি ১৪ (গো) জাতের মিষ্টি আলুর চাষাবাদ হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের পতিত জমিগুলোতে এ প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত