ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেতু ভেঙে রড চুরি

সেতু ভেঙে রড চুরি

খাগড়াছড়ির পানছড়িতে সরকারি অর্থায়নে নির্মিত ৪টি পাকা সেতুর রড প্রকাশ্যে চুরি হয়ে গেছে। দিনে দুপুরে এসব সেতু ভেঙে রঙ খুলে নিয়ে গেলেও এখনো জড়িতদের খুঁজে বের করতে পারেনি প্রশাসন। দোষীদের খুঁজতে পানছড়ি থানায় সাধারণ ডায়েরি করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। দোষীদের কঠোর শাস্তি আওতায় আনা হবে জানিয়েছে প্রশাসন। সরেজমিন দেখা যায়, খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী ও লোগাং ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য ২০১৬-১৭ অর্থ বছরে ৬০ টাকা ব্যয়ে দুইটি পাকা সেতু নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। অন্য দুইটি করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সম্প্রতি এই এলাকায় সীমান্ত সড়ক নির্মিত হওয়া সেতুগুলো যোগাযোগের বিকল্প মাধ্যম হিসেবে কাজ করত। তবে চলতি মাসে শুরুতেই সরকারি অর্থায়নে নির্মিত এসব সেতু ভেঙে রড চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে সেতু ভেঙে রড চুরি করে নিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় হতবাক স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন শ্রমিক ভেঙে সেতু ভেঙে রঙ নিয়ে গেছে। তাদের কাউকে চিনি না। সেতু ভাঙার কাজে খাগড়াছড়ি জেলা সদর থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক। ঘটনার পর পর ঐ এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় পানছড়ি থানায় সাধারণ ডায়েরি করেছে পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সেতু ভেঙে রড চুরি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি। আব্দুস সালাম জানান, ‘ঘটনাটি শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু কাউকে শনাক্ত করা যায়নি সে কারণে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ৯ মার্চ পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। পুলিশ জড়িতদের খুঁজে বের করুক।’ পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘প্রকল্প কর্মকর্তাও সাধারণ ডায়েরি (জিডি) ও ভিত্তিতে আমরা আদালতের কাছে তদন্তের অনুমতি চেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত