ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজাপুরে সড়কে নিহত ২ জন আহত ১৩

রাজাপুরে সড়কে নিহত ২ জন আহত ১৩

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী একটি বিআরটিসি বাসের সাথে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের চালকসহ আরো ১৩ জন যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া সড়কের কানুদাসকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পার্শ্ববর্তী ভান্ডারিয়া ফায়ার সাভির্সের সদস্যরা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্ট্র-ব ১১-২২৪১) মঠবাড়িয়ার পাঠঘাটায় যাচ্ছিল। এসময় রাস্তার মধ্যে ঝুলে থাকা বিদ্যুৎ খুঁটির তারের সাথে বাসটি জড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটির সাথে সজরো ধাক্কা খায়। খুঁটিসহ বাসটি সামনে গাছের সাথে ঠেকে ধুমড়েমুচড়ে যায়। এতে বাসের সুপার ও চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে পাশর্^বর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহম্মেদ শফিক বাসের সুপারভাইজার মেহেদী ও পারভেজ নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত