গণহত্যা দিবস পালন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সারা দেশে গতকাল শনিবার গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে দেয়াল পত্রিকা উৎসব, আলোচনা সভা, বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেছেন, অতীতের মতো দুষ্ঠু লোক এখনো বিদ্যমান রয়েছে। তারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চায়। এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। গণহত্যা দিবসের তাৎপর্য ও এর ওপর আলোচনা অতীতে আনুষ্ঠানিকভাবে হতো না, এখন শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার কেএম অরিফুল হক, জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা শওকত হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আজমল হোসেন প্রমুখ।

চাঁদপুর : জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মিলন মাহমুদ। তিনি বলেন, পাক হানাদার বাহিনী ওই সময়ে আমাদের বিভিন্নভাবে নির্যাতিত করেছে। ২৫ মার্চের কালরাত্রে আমাদের সর্বশেষ পেরেকটি ডুকিয়েছিল। অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, এনএসআইয়ের উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার প্রমুখ।

নওগাঁ : গণহত্যার কাহিনি তুলে ধরে নওগাঁয় দ্বিতীয় দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনা ও গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্কুল প্রাঙ্গণে দেয়াল পত্রিকা উৎসব হয়। দেয়াল পত্রিকায় শিক্ষার্থীদের লেখা পার-বোয়ায়িলা ও এর আশপাশে ঘটে যাওয়া গণহত্যায় নিহতের জীবনী হাতে লিখে এবং গ্রামের প্রকৃতি ও যুদ্ধের বিভিন্ন ছবি, গল্প, কবিতা ও চিত্রাঙ্কন তুলে ধরা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যোদ্ধাহত জোসনা বেগম, একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক এমএম রাসেল, উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম রাসেল ও খন্দকার আব্দুর রউফ পাভেল, শিক্ষার্থী আবরার শাহারিয়ার সিয়াম ও ফাইজা ফারুক।

সাতক্ষীরা : জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে বধ্যভূমিতে ও শহিদ স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মো. সবিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু।

শেরপুর : জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ প্রমুখ।

দিনাজপুর : মহান মুক্তিযুদ্ধের অর্জনকে বিসর্জন ও ৭১ এর নৃশংস গণহত্যাকে জায়েজ করার জন্য এখনও ষড়যন্ত্র চলছে। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারিনি তারা এখনও ছলে বলে কৌশলে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য নানামুখী চক্রান্ত অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে রত রয়েছি। আসুন ৭১-এর গণহত্যার নায়কদের আমরা আন্তর্জাতিকভাবে ধিক্কার জানাই। জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ ও সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।

রাঙামাটি : এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভার শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ।

মাগুরা : স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

নীলফামারী : সরকারি কলেজের শহীদ বধ্যভূমিতে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারী জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সরকারী মহিলা কলেজের অধ্যাপক ওবায়দুল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান পাটাশ, ওয়াদুদ রহমান, হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।

টাঙ্গাইল : জেলা সদরের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক ও খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

মতলব (চাঁদপুর) : চাঁদপুর মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হাসানের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান তপু, ওসি (তদন্ত) মো. সানোয়ার হোসেন প্রমুখ।

পটিয়া (চট্টগ্রাম) : পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় পটিয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল আন সাকিবের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারি কমিশনার ভূমি রাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সিনিয়র মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, তথ্য অফিসার উজ্জ্বল শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মৃন্ময় দাশ, উপজেলা আওয়ামী লীগ ধর্মবিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া মেম্বার প্রমুখ।

শেরপুর (বগুড়া) : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কল্যাণী শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। উপস্থিত ছিলেন শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রায়হানের পিএএ’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, সাংবাদিক নাহিদ আল মালেক, শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব প্রমুখ।