মহাসড়কে ইফতার হাতে মেয়র স্বপন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এই বছরও প্রথম রমজান থেকে শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল মিয়াজী বাড়ীর দরজায় পরিবহণ চালক-শ্রমিক ও পথচারীদের মধ্যে তৈরিকৃত ইফতার বিতরণ। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি এ আয়োজন করেন। ইফতার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিবহণ চালক-শ্রমিক নয়, আশপাশের মসজিদ, মাদ্রাসা ও সড়কে পথচারীদের মধ্যেও তিনি তৈরিকৃত ইফতার তুলে দেন। এছাড়া প্রতিদিন অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা তার ব্যক্তিগত অফিসের সামনে বসে ইফতার করেন। ইফতারের পরে রোজাদারদের জন্য চা চক্রেরও আয়োজন করেন তিনি। ৮০ বছর বয়সি একবৃদ্ধা পথচারী জানান, গত কয়েক বছর রমজানের ইফতার আমি এখান থেকে নিয়েছি। রহমত উল্লাহ নামে একজন ভ্যানচালক জানান, আমরা কোম্পানির মাল বিক্রি করতে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই। মাল বিক্রি শেষে ফেরার পথে মেয়রের দেয়া ইফতার নিয়ে যাই। ইফতার বিতরণের দায়িত্বে থাকা মাঈন উদ্দিন সুমন বলেন, মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নিজ অর্থায়নে প্রতিদিন রোজাদারদের মধ্যে তৈরি করা ইফতারি বিতরণ করা হয়।