ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগর মুন্সীগঞ্জ স্লুইচগেট

নোনাপানিতে প্লাবিত কয়েক গ্রাম

নোনাপানিতে প্লাবিত কয়েক গ্রাম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুন্সীগঞ্জ চুনা নদীর স্লুইচ গেট দিয়ে প্রতি জোয়ারে নোনা পানি তোলায় প্লাবিত হচ্ছে কয়েক গ্রাম, ডুবছে চিংড়ি ঘের, মরছে গাছগাছালীা, গরু-ছাগল, হাঁস-মুরগি। সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন মুন্সীগঞ্জের চুনার নদীর উপর নির্মিত স্লুইচ গেট দিয়ে প্রভাবশালী ঘের মালিকরা নোনা পানি তোলায় প্লাবিতের আশঙ্কয় ১০ গ্রামের মানুষ। চুনানদীর ২ পাড়ের শত শত বিঘা জমির ধান নষ্ট হচ্ছে। পান খালী, ধানখালী, আবাদচন্ডিপুর, আটুলিয়া, তালবাড়িয়া, গুমানতলী, খাগড়াঘাট, খোসালখালী, মুন্সীগঞ্জ, জাবাখালী, খাসকাটি, ঈশ্বরীপুর, শ্রীফলকাটি, কদমতলা এলাকার চাষিরা পড়েছে বিপাকে, নোনা পানিতে ধান সবজি মরে সাবাড় হচ্ছে। আবাদ চন্ডিপুর গ্রামের মিজান জানান, ৫ বিঘা জমিতে ধান করেছিলেন এনজিও থেকে ঋণ নিয়ে ধান চাষ করায় ধান ফলনের মুখে নোনা পানির কারনে সব মরে গেছে। এলাকাবাসী জানান, চিংড়ি ঘের করার জন্য কতিপয় পাউবের কর্মকর্তার সাথে যোগসাজশে ঘের মালিকেরা পানি তুলে আমাদের ক্ষতি করছে। এলাবাসী জানান, সংশিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছি কোনো লাভ হচ্ছে না। এ ব্যাপরে পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসডির সাথে কথা হলে তিনি বলেন, কিছু সার্থান্বেষী মহল আমাদের অজান্তে গেটের পাট তুলে পানি প্রবেশ করাচ্ছে আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় নেয়ার জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত