নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে মধ্যবিত্ত দিশাহারা

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে রোজার প্রথম দিনেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্যের কারণে মনে হচ্ছিল বাজারে আগুন লেগেছে। অনেক মধ্যবিত্ত লোকজনকে বাজার না করেই ফিরে যেতে দেখা গেছে। ইফতার সামগ্রী থেকে শুরু করে কাঁচা বাজারসহ মুদি মাল কোনো কিছুতেই স্বস্তি নেই। গত শুক্রবার রামগঞ্জের গ্রামাঞ্চলের আথাকরা বাজার, লক্ষ্মীধর পাড়া দশ ভাইয়ের বাজার, ভাটরা বাজার, টিওরী বাজার, দল্টা বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, ছোট রুই মাছ ২৫০-৩০০ টাকা কেজি, বড় রুই ৩৫০-৪০০, পাবদা মাছ ৪৫০, তেলাপিয়া ছোট ১৫০-২০০, বড় তেলাপিয়া ২২০-২৮০, পাঙ্গাস ২০০-২৫০, করলা ১২০, বরবটি ৮০, শসা ৮০, পটল ৮০, ঢ্যাঁড়স ১০০, কাঁচামরিচ ১২০, ধনেপাতা ১২০, কচুরলতি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও মুদি মালের দোকানে দেখা গেছে খেজুর সাধারণ ১৮০-২০০ টাকা কেজি, বেসন ১২০-১৮০, ছোলা ৯০-১২০ খেসারির ডাল ১০০-১২০, চিনি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টিওরী গ্রামের ছানা উল্যা বলেন, মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি অনেক আগেই। শেষ কবে গরুর গোস্ত খেয়েছি মনে পড়ে না। এ ব্যাপারে কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপ করলে তারা বলেন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমাদের কিছুই করার নেই।