ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান অবয়ব। ইসলাম শান্তিতে বিশ্বাস করে। আর সেই শান্তির বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেই সাথে আগামীতে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছেন। এ লক্ষ্য অর্জনে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯০ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত