সাজাপ্রাপ্ত হয়েও দায়িত্ব পালন করছে ইউপি সদস্য

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েও কুমিল্লার চৌদ্দগ্রামে ৬নং ঘোলপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল বাহার নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রায়ে উল্লেখ করা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামিদের বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জানা যায়, ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া এলাকা থেকে মদ, গাঁজা, ফেনসিডিল রাখার অভিযোগে নুরুল বাহারসহ তিনজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপ-পরিদর্শক কায়সার হামিদ চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। নুরুল বাহার বলেন, আদালতের রায়ে তাকে পলাতক দেখানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আদালতের রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব। ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন জানান, আদালতের রায়ের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এই বিষয়ে যে কোনো আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা করব।