আবাসিক বিদ্যুতে চলছে গভীর নলকূপের সেচ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে বসতবাড়ির বিদ্যুৎ সংযোগের লাইন দিয়ে চলছে গভীর নলকূপ। বিএডিসি ও উপজেলা সেচ কমিটির কোনো প্রকার অনুমতি কিংবা লাইসেন্স ছাড়াই চলছে এই অনিয়ম। আর এতে জড়িত ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আওতাধীন বারোবাজার এলাকার বাদেডিহি, মহিষাহাটি গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে গভীর নলকূপে সেচ কাজ চালাচ্ছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগকৃত কর্মচারী না হয়েও টাকার বিনিময়ে এই অবৈধ সংযোগ দিচ্ছেন রাজু নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাদেডিহি গ্রামের নূর আলী, রফি উদ্দীন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, ইমরান গাজী, ফিরোজ খাঁ, তুহিন খাঁ ও মহিষাহাটি গ্রামের রুহুল মন্ডলসহ অনেকে অবৈধ সংযোগ দিয়ে গভীর নলকূপ চালাচ্ছেন। উপজেলা বিএডিসি অফিসে এই নামে কোনো প্রকার লাইসেন্সের আবেদন পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বৈধ গভীর নলকূপের এক মালিক জানান, রাজু নামের ওই ব্যক্তি বিদ্যুৎ অফিসের কেউ না। সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই অবৈধ সংযোগ দিয়ে থাকে। এর সাথে বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা জড়িত আছে। এই অবৈধ সংযোগগুলো টাকার বিনিময়ে তারা দিয়ে থাকে। এ ব্যাপারে রাজু আহমেদ জানান, তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কেউ না। এমনি লাইন দিয়ে বেড়ান।

বাদেডিহি এলাকার নুর আলীর অবৈধ বিদ্যুৎ সংযোগ তিনিই দিয়েছেন বলে স্বীকার করেছেন। উনি বাসাবাড়ির লাইন দিয়ে গভীর নলকূপ চালাচ্ছেন। প্রকৌশলী মোক্তার হোসেন জানান, তিনিও খোঁজ নিয়ে দেখেছেন কয়েকটি অবৈধ সংযোগ নিয়ে গভীর নলকূপ চলছে।