তিস্তার পানি বৃদ্ধিতে স্বস্তি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আরিফুর রশীদ, লালমনিরহাট

উজানে ভারি বৃষ্টিপাতের কারণে হঠাৎ তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুকিয়ে যাওয়া তিস্তা প্রায় পাঁচ মাস পার পানিতে পরিপূর্ণ হয়েছে। পানি বৃদ্ধির ফলে তিস্তা পাড়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গত শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বাড়ছে। ফলে পানি বৃদ্ধিতে তিস্তা পারের জেলেদের প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে। পাউবোর সূত্র জানায়, উজনের ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে সকাল থেকে তিস্তার পানি বাড়ছে। বর্তমানের তিস্তার পানি ব্যারাজ পয়েন্টে ৪৯.৬৫ সেন্টিমিটার রেকোর্ড করা হয়। পানি বৃদ্ধিতে তিস্তা ব্যারাজের চারটি গেট খুলে দেয়া হয়েছে। তিস্তাপাড়ের জেলেরা বলছেন, তিস্তা নদীতে এ রকম ভরপুর পানি থাকলে প্রচুর পরিমাণে বৈরালি মাছ পাওয়া যাবে। আর পানি না থাকলে কোন মাছেই পাওয়া যায় না। তিস্তা পাড়ের জেলে রহমত আলী বলেন, তিস্তার পানি বেড়েছে। এর আগে গত পাঁচ মাস ধরে তিস্তায় পানি না থাকায় আমরা জেলেরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি। এখন উজান থেকে পানি আসা শুরু করায় আমরা আনন্দিত। পানি বৃদ্ধি পেলে মাছ পাওয়া যাবে। সীমান্ত বাজার এলাকার জেলে আমযাদ হোসেন বলেন, নদীর পানি বেড়েছে তাই জাল নিয়ে এসেছি তিস্তায়। নদীতে জাল ফেলেছি মাছের আশায়। দোয়ানী মৎস্য সমবায় সমিতির সভাপতি রজব আলী বলেন, তিস্তা পানি বৃদ্ধির কারণে একটু একটু মাছ পাচ্ছি। আগে তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল। নদীতে পানিও ছিল না মাছ ও ছিল না। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ কাজে নিয়জিত নুরুল ইসলাম বলেন, উজানের ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে তিস্তার পানি বাড়ছে। তিস্তার পানি এখন থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে।