সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কামরুল ইসলাম আমির, ধোবাউড়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ধোবাউড়ায় ঘাগটিয়া নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগে রয়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। উপজেলার ধোবাউড়া সদর এবং গোয়াতলা ইউনিয়নের মাঝখান দিয়ে প্রবাহিত নদীটি ইউনিয়ন দুইটিকে বিভক্ত করেছে। ধোবাউড়ার প্রবেশপথ হওয়ায় জনসাধারনের যাতায়াতের অন্যতম একটি বাধা এই নদী। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে স্কুলে আসা যাওয়া করে স্কুলের ক্ষুধে শিক্ষার্থীরা। শুকনো মৌসুমে নৌকা দিয়ে কোনো রকম নদী পারাপার করলেও বর্ষায় ভয়াল রূপ ধারণ করে এই নদী। এতে চিকিৎসা নিতে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারেন না বৃদ্ধ ও গর্ভবতী মহিলারা। এছাড়া কৃষকদের উৎপাদিত কৃষিপন্য বিক্রি করতে দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়ন হয়নি সেই কাঙ্কিত সেতু। স্কুল পড়ুয়া ছাত্র সিফাত জানায়, নৌকা দিয়ে নদী পার হয়ে স্কুলে যাইতে আমাদের খুব ভয় করে। স্থানীয় ইন্তাজ আলী বলেন, আমরা বছরের পর বছর ধরে কষ্ট করে নদী পারাপার করে আসছি। আমাদের কষ্ট যেন দেখার কেও নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, এখানে একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, সয়েল টেস্ট করা হয়েছে, ডিজাইন প্রক্রিয়ায় রয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, ঘাগটিয়া নদীতে ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে, আগামী অর্থবছরে আশা করছি নির্মাণকাজ শুরু করা যাবে।