টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসাছাত্র এবং কালীগঞ্জে ভ্যানের সাথে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো খবর-
সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুর আড়াইপাড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আশিক হাসান নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আশিক হাসান দামিয়াপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। জানা যায়, আশিক হাসান ও তার মামা ছাব্বির হোসেন মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দামিয়াপাড়া থেকে সখীপুরের উদ্দেশে রওনা দেন। দামিয়াপাড়া সখীপুর সড়কের আড়াইপাড়া বাজার এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সাথে প্রচণ্ড জোড়ে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল করার পর দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হন। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন।