পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ার ছাতারদিঘি ইউনিয়নের সোরমুজা গ্রামে গত সোমবার পূর্বশত্রুতার জেরে এবং চাঁদার দাবি পূরণ না করায় বসতভিটায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে সিংড়া থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন শহীদুল ইসলাম।

জানা যায়, শহীদুল ইসলাম ইটের পাকা বাড়ি করার সময় তার দুই ভাই আনসার আলী ও আজিম উদ্দিন বাঁধা প্রদান করে।

এ নিয়ে সালিশ বিচার হয়ে জায়গা নির্ধারণ করে দিলে বসতভিটা নির্মাণ কাজ শেষ করে শহীদুল। গত ৬ মাস থেকে ওই বাড়িতে বসবাস করাকালিন আনসার আলী ও আজিমের যোগসাজশে প্রতিবেশী শাহাদাত চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধর, খুন জখমসহ বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

শহীদুলের স্ত্রী জানান, ঘটনার দিন ইফতারের পর হঠাৎ হইচই শুনতে পান। এ সময় শাহাদাতসহ আরো ২/৩ জন বাড়ির জানালা ভাঙচুরসহ অকাট্য ভাষায় গালাগাল করতে থাকে। তারা ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পাননি। বের হলে প্রাণে মেরে ফেলত।

এ সময় তার স্বামী নামাজে মসজিদে অবস্থান করছিলেন। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।