ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাঘের সাথে যুদ্ধ করে ফিরলেন কাঁকড়া শিকারি

বাঘের সাথে যুদ্ধ করে ফিরলেন কাঁকড়া শিকারি

সুন্দরবনের গভীরে কাঁকড়া আহরণের সময় এক কাঁকড়া শিকারি বাঘের আক্রমণে মারাত্মক জখম হয়েছে।

শ্যামনগরের ভেটখালী গ্রামের ওয়াজেদ আলী ও তার ভাই লিয়াকত সুন্দরবনের অভয়ারণ্যে দারগাং এলাকায় গত মঙ্গলবার কাঁকড়া আহরণের সময় একটি রয়ের বেঙ্গল ওয়াজেদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে।

এ সময় লিয়াকত তার হাতে থাকা জাল বাঘের মুখের ওপর ফেলে দেন এবং হাতে থাকা লাঠি দিয়ে বাঘকে পিটাতে থাকেন। বাঘটির মুখে জাল পরানো অবস্থায় ওয়াজেদকে আক্রমণ করতে থাকে এবং লিয়াকত বাঘকে পেটাতে থাকলে বাঘটি ওয়াজেদকে ছেড়ে চলে যায়। গতকাল বুধবার ওয়াজেদের ক্ষতবিক্ষত দেহটির চিকিৎসার জন্য শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন বলেন, শুনেছি একজন বাঘের আক্রমণে জখম হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত