বীরাঙ্গনা স্বীকৃতি মেলেনি আমেনার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

স্বামী সন্তানহীন ৮৫ বছরের বৃদ্ধা আমেনা খাতুন। দেশ স্বাধীনের পর অভাবের তাড়নায় মারা যায় ৩ মাস এবং ৪ বছর বয়সের দুই সন্তান। এরপর মারা যায় স্বামীসহ আরও ২ সন্তান। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অঝোঁপাড়া গ্রাম পশ্চিম শালকোনায় বসবাস তার। একমাত্র নাতির উপার্জনে জীবন চলছে আমেনার। থাকেন ছোট্ট একটি টিনের ঘরে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীদের হাতে নারীদের ওপর চালানো নির্মম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি। তাই তিনিও নির্যাতনের শিকার হন। নির্মমভাবে পাকিস্তানি বাহিনীদের অত্যাচারের শিকার আমেনা বেগমের স্বীকৃতি মেলেনি। স্বাধীনতা যুদ্ধের পর ৫০ বছর পেরিয়েছে। যুদ্ধে অংশগ্রহণকারীদের স্বীকৃতি মেলেছে মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু একাত্তরের পাকিস্তানি বাহিনীদের হাতে নির্মম-নির্যাতিত হওয়া বীরাঙ্গনা আমেনা খাতুনের ভাগ্যে মেলেনি বীরাঙ্গনার স্বীকৃতি। ২০২০ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বীরাঙ্গনা খেতাব পেতে আবেদন করেন আমেনা খাতুন। তদবির করার মতো তেমন কেউ না থাকায়, সেই আবেদন আর আলোর মুখ দেখেনি।

উপজেলা প্রশাসনের কাছেও আবেদন করা হয়েছে। কিন্তু ফলাফল শূন্য। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া বলেন, সরকার বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধার ঘোষণা দিলেও কেন আজও স্বীকৃতি পাননি আমেনা খাতুন তা আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন- আমি নতুন যোগদান করেছি, বিষয়টি সম্পর্কে অবগত নই, খোঁজ নিয়ে দেখব।