ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

অবৈধ সেমাই ফ্যাক্টরি বন্ধ

অবৈধ সেমাই ফ্যাক্টরি বন্ধ

বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিকালে সাতক্ষীরার তালার শপিং ভ্যালি নামের একটি লাচ্ছা সেমাই ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। গতকাল বুধবার র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিবের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল তালা সদরের আটারই গ্রামে এ অভিযান চালায়। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি। এ সময় সেখানে বিএসটিআই’র পরিদর্শক রেজানুর রহমান সরকারসহ র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পারি লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সাতক্ষীরার তালার শপিং ভ্যালি নামের একটি লাচ্ছা সেমাই কারখানায় লাচ্ছা তৈরি করা হচ্ছে। এরই জেরে জেলা প্রশাসনের সহযোগিতায় জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই লাইসেন্স না থাকার শর্তেও সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই লগো ও ভুয়া নিবন্ধন নাম্বার ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনডিসি বাপ্পি দত্ত রনি জানান, এছাড়া বিএসটিআইয়ের নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত