বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কারখানার ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আরমাদা স্পিনিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস, বেলাল সওদাগরের ছেলে পাভেল ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল মিয়ার ছেলে মনোয়ার হোসেন। তিন শ্রমিকই ওই কারখানার নির্মাণ প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ছিলেন। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজন শ্রমিকের মরদেহ দেখতে পেয়েছি। ওই শ্রমিকরা ভবনের ওপর রড তোলার কাজ করছিলেন। এ সময় উচ্চ ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডের সংস্পর্শ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম জানান, আমরা নির্মাণকাজটি আলিফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি নির্মাণ প্রতিষ্ঠানকে দিয়েছিলাম। দুর্ঘটনায় তাদের তিনজন নির্মাণশ্রমিক মারা গেছেন। এটা কীভাবে ঘটেছে নির্মাণ প্রতিষ্ঠানের লোকজন বলতে পারবেন। ঘটনাস্থলে আলিফ এন্টারপ্রাইজের কাউকে পাওয়া যায়নি। তাদের বক্তব্যও নেয়া সম্ভব হয়নি। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।