ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজা বল্লাল সেনের দিঘিতে মিলল কালো পাথরের মূর্তির মস্তক

রাজা বল্লাল সেনের দিঘিতে মিলল কালো পাথরের মূর্তির মস্তক

মুন্সীগঞ্জের রামপালের রাজা বল্লাল সেনের দিঘিতে মহামূল্যবান কালো পাথরের মূর্তির মস্তক পেলেন মাটিকাটার শ্রমিকরা।

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগর এলাকার পাশে রাজা বল্লাল সেনের দিঘিতে তারা পাথরের মূর্তির মস্তকটি দেখতে পায়। পরে তা উদ্ধার করা হয়।

খবর পেয়ে প্রাচীন মূর্তির মস্তকটি স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেন শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী মূর্তিটি বুঝে নেন। সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী জানান, স্থানীয় কৃষক মো. রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটিকাটার শ্রমিকরা কাজ করার সময় মূর্তিটি দেখতে পান। প্রাথমিক নিরীক্ষার পর মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম।

এটি কষ্টিপাথরের মূর্তি কি না, যাচাইবাছাইয়ের জন্য ঢাকায় ল্যাবে টেস্টে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত