ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সার ও বীজ বিতরণ

সার ও বীজ বিতরণ

কৃষকদের গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুর : সদর উপজেলার ২ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে এর বিতরণ উদ্বোধন করা হয়। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এবং কৃষি সম্প্রসারণ অফিসার রিয়াসাত সাদাত হোসেন।

নাটোর : ২০২২-২৩ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটরের লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, আউশ ধানের বীজ, সার এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অডিটোরিয়ামে প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বীজ ও সার বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত