ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জলাতঙ্ক রোগীর মৃত্যু আতঙ্কে এলাকাবাসী

জলাতঙ্ক রোগীর মৃত্যু আতঙ্কে এলাকাবাসী

শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ প্রায় শতাধিক ব্যক্তিকে কুকুরের কামড়ে আহত হওয়ার কয়েকদিনের মধ্যে পাবনার সাঁথিয়ায় খবির উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন। তিনি উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরাচর গ্রামের ফয়েজ উদ্দিন মোল্লার ছেলে। হাসপাতাল সুত্রে জানা গেছে, খবির উদ্দিন মোল্লা দুই পা অবস হয়ে যাওয়া, কিছুই খেতে না পারা, পানি দেখলে ভয় পাওয়া এবং অতিরিক্ত লালা ক্ষরণ হওয়া উপসর্গ নিয়ে গত ২৫ মার্চ সাঁথিয়া হাসপাতালে ভর্তি হন। এরপর রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ডা. মামুন আব্দুল্লাহ। তিনি জানান, তার লক্ষণ বা উপসর্গ দেখে নিশ্চিত হয়েছি তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত।

খবির মোল্লার পরিবারের লোকজন জানান, প্রায় দেড় মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। তিনি কোনো ভ্যাকসিন না নিয়ে উপজেলার ফেঁচুয়ান গ্রামে এক কবিরাজের চিকিৎসা নেন। বেশ কয়েকদিন হলো তিনি অসুস্থ বোধ করায় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। উল্লেখ্য, গত ২৫ মার্চ একটি ক্ষ্যাপা কুকুরের কামড়ে ৫/৭টি গ্রামের শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ প্রায় শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত