ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিন লক্ষাধিক টাকার তেল চুরি

তিন লক্ষাধিক টাকার তেল চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে মোল্ল্যা স্টোর ও কলেজ রোডের শেখ এন্টারপ্রাইজ ও কাশিপুর থেকে জিয়া সবজি ভান্ডার নামের ৩টি মুদিখানা দোকানের সামনে থেকে ৯ ড্রাম (সরিষা, সয়াবিন ও সুপার পামঅয়েল) চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে মোল্লা স্টোর থেকে ৩ ড্রাম, শেখ এন্টারপ্রাইজ থেকে ৪ ড্রাম ও কাশিপুরের জিয়া সবজি ভান্ডার থেকে ২ ড্রাম তেল চুরি করে নেয় চোরেরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা। গত বুধবার গভীর রাতে দোকানগুলোতে পর্যায়ক্রমে তেলের ড্রামগুলো সিনেমাটিক স্টাইলে তারা চুরি করে। মোল্লা স্টোরের মালিক আব্দুর রশিদ মাখন জানান, তার দোকানের সিসি ক্যামেরায় ভোররাতে সাহরি খাওয়ার সময় ৩টা বেজে ৫৫ মিনিটে পিকআপ গাড়িতে ৭/৮ জন লোককে তেলের ড্রামগুলো তুলতে দেখা যায়। এছাড়া সিসি ক্যামেরায় ভোর রাত ৪টা বেজে ১২ মিনিটের সময় মুরগি হাটার কলেজ রোডস্থ শেখ এন্টারপ্রাইজ থেকে একই পিকআপ গাড়িতে ৪ ড্রাম সরিষার তেল তুলতে দেখা যায়। এর আগে কোটচাঁদপুর রোডে কাশিপুর জিয়া সবজি ভান্ডারের সমনে থেকে ২ ড্রাম তেল পিকআপ গাড়িতে তোলে বলে জানান, কাশিপুর বাজারের এক চায়ের দোকানদার। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, তেল চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, সিসি ক্যামেরা দেখা যায় যে, রাত ৩টা বেজে ৫৭ মিনিটে ও ৪টা বেজে ১২ মিনিটে চুরির ঘটনা ঘটেছে। থানার প্রাচীর লাগোয়া দোকান হতে চুরির বিষয়ে তিনি বলেন, এটা আসলে দুঃখজনক ঘটনা। রাস্তার পাশে লাখ লাখ টাকার মাল বাইরে ফেলে রাখে অথচ নিরাপত্তার কথাএকটুও ভাবেননা দোকানদাররা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ’২২ কালীগঞ্জে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন কোটচাঁদপুর মহাসড়কের পাশে রায় স্টোর নামে একটি মুদিখানার দোকান থেকে ৩ ড্রাম পাম ওয়েল চুরির ঘটনা ঘটে। দোকানটির সামনে বেশ কয়েক ড্রাম পামঅয়েল প্রতিনিয়ত থাকত সেখান থেকে ৩ ড্রাম পামঅয়েল চুরি করে চোরেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত