ঈশ্বরগঞ্জে জনপ্রিয় হচ্ছে ‘সুমু’স কেকে এন্ড বেকারি’

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে ‘সুমু’স কেকে এন্ড বেকারি’। উপজেলার চরনিখলা গ্রামের বাসিন্দা ইসরাত জাহান সুমাইয়া। পড়ালেখার পাশাপাশি ঘরে বসে কেক বানানো তার শখ। শখের কাজটাকে তিনি কাজে লাগিয়ে বর্তমানে ঘরে বসে নিজের হাতের তৈরি কেক বিক্রয় করে আত্মকর্মসংস্থানের তৈরি করছেন। দোকানের কেকের চাইতে বাসার তৈরি কেককেই একটু বেশি প্রাধান্য দেয় স্বাস্থ্য সচেতন মানুষরা। সেইসব কেকের মধ্যে ফুটিয়ে তোলা হয় নানা চিত্র, ফুটে ওঠে প্রকৃতি কিংবা পছন্দের থিম। জানা যায়, ছোট থেকেই সৃজনশীল কাজের প্রতি আগ্রহ ছিল তার। বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সৃজনশীলতা ফুটিয়ে তুলছেন কেকের ক্যানভাসে। বিভিন্ন ঘরোয়া ও সামাজিক অনুষ্ঠানে তার তৈরি কেক থাকে অনুষ্ঠানের মধ্যমণি। ঈশ্বরগঞ্জের এর বাইরে ছড়িয়ে পড়ছে তার কেকের সুনাম। ভবিষ্যতে বড় পরিসরে শুরু করার ইচ্ছা রয়েছে সুমাইয়ার। সুমাইয়ার কেকগুলোতে ফুটে ওঠে কারো ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি, ফুলপ্রিয় কারো ফুল, খেলাপ্রিয় কারো পছন্দের খেলার চিত্র উঠে আসে সেসব কেকের উপরে। করোনাকালীন সময়ে ফেইসবুক ইউটিউবে সময় না দিয়ে নিজেকে গড়ে তুলেছেন উদ্যোক্তা হিসেবে। সেসময়ই যাত্রা শুরু তার ঘরোয়া খাবার সরবরাহের এই পেজটির। আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে তার জনপ্রিয়তা। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যকর হোমমেড কেক ব্যাপক সাড়া ফেলেছে চারিদিকে। একজন নারী উদ্যোক্তা হিসেবে সুমাইয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু সুপ্ত প্রতিভা রয়েছে।