বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওকত আলী, চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, সহকারী কমান্ডার মৃণাল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ পাটোয়ারী।

বীর মুক্তিযোদ্ধারা বলেন, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা আওয়ামী লীগের ইফতার পার্টিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক মন্তব্য করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতির মত গুরুত্বপর্ণ দায়িত্বে থেকেও তার এমন বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাগণ অপমানিত হয়েছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা বঙ্গবন্ধুর ডাকে এবং নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ স্বাধীনতার নেতৃত্বে দেয়া দলের দায়িত্বে থেকে একজন মানুষ কী করে মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক বক্তব্য দিতে পারে।

বক্তারা আরো বলেন, যুদ্ধের সময় শাহরাস্তি উপজেলার অনেক কৃতী সন্তান দেশের নানা প্রান্তে জীবন বাজি রেখে লড়াই করেছে। কিন্তু তারা এই উপজেলারও মুক্তিযোদ্ধা। আমাদের গর্ব, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনিও অন্য জেলায় যুদ্ধ করেছেন। তিনি গোটা বাংলাদেশের গর্ব। কাজেই মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করার আগে সঠিক তথ্য জানতে হবে। কামরুজ্জামান মিন্টু যদি অবিলম্বে তার বক্তব্যে জন্য প্রকাশ্যে ক্ষমা না চায়, তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। শুধুমাত্র শাহরাস্তি বা চাঁদপুরেই নয়, সারা দেশে কেউ যদি মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এদিকে এ বিষয়ে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু সাংবাদিকদের বলেন, সেদিনের বক্তব্যে আমার শব্দ চয়নে কিছু ভুল ছিল। আমি কখনো কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধ বা বীর মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না। আমি বরাবরই মুক্তিযুদ্ধের সপক্ষের লোক।