জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাসান মামুন, পিরোজপুর

‘করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় সচেতনতা সৃষ্টি ও জাটকা আহরণে জেলেদের নিরুৎসাহিত করতে আজ শনিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ শনিবার পিরোজপুরের কচা নদীর হুলারহাট নদী বন্দরের নৌ-লঞ্চঘাট থেকে বর্ণাঢ্য নৌ-র‌্যালির মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে হুলারহাট নদী বন্দর লঞ্চ টার্মিনালকে। এবার দেশের ইলিশ সম্পৃক্ত ২০টি জেলার ২০টি উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর কার্যক্রম বাস্তবায়ন করা হবে এদিন। এ উপলক্ষ্যে ৭ দিনব্যাপী মাঠ পর্যায়ে অধিদপ্তর থেকে পিরোজপুর জেলাকে মৎস্যসম্পদ ও ইলিশের অভয়াশ্রম হিসেবে বেচে নিয়ে কচা নদী বন্দরের হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা ও নৌ-র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা মৎস্য বিভাগের উপ-পরিচালক আব্দুল বারী। শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিগত পাঁচ বছর যাবত অক্টোবর মাসে ইলিশের প্রজনন মৌসুমেও জেলেদের ভিজিএফ সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিগত ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন, যা ২০২০-২১ অর্থবছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫ লাখ ৬৫ টি হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান।