ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

‘করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় সচেতনতা সৃষ্টি ও জাটকা আহরণে জেলেদের নিরুৎসাহিত করতে আজ শনিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ শনিবার পিরোজপুরের কচা নদীর হুলারহাট নদী বন্দরের নৌ-লঞ্চঘাট থেকে বর্ণাঢ্য নৌ-র‌্যালির মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে হুলারহাট নদী বন্দর লঞ্চ টার্মিনালকে। এবার দেশের ইলিশ সম্পৃক্ত ২০টি জেলার ২০টি উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর কার্যক্রম বাস্তবায়ন করা হবে এদিন। এ উপলক্ষ্যে ৭ দিনব্যাপী মাঠ পর্যায়ে অধিদপ্তর থেকে পিরোজপুর জেলাকে মৎস্যসম্পদ ও ইলিশের অভয়াশ্রম হিসেবে বেচে নিয়ে কচা নদী বন্দরের হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা ও নৌ-র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা মৎস্য বিভাগের উপ-পরিচালক আব্দুল বারী। শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিগত পাঁচ বছর যাবত অক্টোবর মাসে ইলিশের প্রজনন মৌসুমেও জেলেদের ভিজিএফ সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিগত ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন, যা ২০২০-২১ অর্থবছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫ লাখ ৬৫ টি হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত