ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৬ বছরেও হয়নি যুবলীগের কমিটি

৬ বছরেও হয়নি যুবলীগের কমিটি

যশোরের কেশবপুরে দীর্ঘ দিনেও হয়নি উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি। আহ্বায়ক কমিটিতেই পার হয়ে গেছে ৬ বছর। এরই বহির্প্রকাশ ঘটে মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে। উপজেলা যুবলীগের পক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলে যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুকে সরিয়ে দেয়া হয়। ফলে তিনি ক্ষোভে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কেশবপুর উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদের আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে বিশ্বাস শহিদুজ্জামান শহীদকে আহ্বায়ক, আবু সাঈদ লাভলু ও সোহেল রানাকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলে আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহীদ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বাধা দেয়।

উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহীদ বলেন, উপজেলা যুবলীগ দলীয় সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করছে। তাছাড়া, আবু সাঈদ লাভলু বর্তমান দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত