দিনাজপুরে কমল পেঁয়াজের দাম রোজাদারদের মধ্যে স্বস্তি

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দেশী পেঁয়াজের ব্যাপক সরবরাহের ফলে গত ১০ দিনে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পর পবিত্র রমজান মাসে পেঁয়াজের দাম কমায় অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন রোজাদাররা। স্থলবন্দর হিলিতে ১৫ দিন আগে আইপি না থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এর ফলে রমজানে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি দাম বাড়ে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ গত ১০ দিন ধরে বিক্রি হয়েছে কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা। কিন্তু বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় ১০ দিনে কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা। জেলার বিভিন্ন আড়তে এখন পাইকারি দরে কেজিপ্রতি ২৭-২৮ টাকা আর খোলাবাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি। বাজারে এখন ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। স্থলবন্দর হিলির অন্যতম পেঁয়াজ বিক্রেতা রুবেল জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় খোলাবাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছিল। কিন্তু বাজারে এখন পর্যাপ্ত দেশি পেঁয়াজের আমদানির ফলে দাম কমতে শুরু করেছে। রমজান মাসে পেঁয়াজের চাহিদার তুলনায় দাম কমায় রোজাদারদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। এখন মানুষ আর ভারতীয় পেঁয়াজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না।