ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মধু আহরণের চাক কেটে উদ্বোধনের আগেই চুরি

মধু আহরণের চাক কেটে উদ্বোধনের আগেই চুরি

প্রতিবছরের ন্যায় এবারও গতকাল শনিবার ১ এপ্রিল সুন্দরবনে মধুকাটার অনুষ্ঠান শেষে নির্ধারিত চাক কেটে উদ্ভোধনের পূর্বেই চাক চুরি হয়েছে। ১ এপ্রিল নিয়মানুযায়ী সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মধু আহরণের জন্য সুন্দরবন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মোহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের ৪ স্টেশনের কর্মকর্তা বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গণ্যমান্যব্যক্তিবর্গ। এ সময় ১৫৩ জন মৌয়ালকে মধু কাটার পাশ দেয়া হয়। অনুষ্ঠান শেষে নিয়মানুযায়ী কলাগাছিয়ার গেওয়াখালী খালে নির্ধারিত মধুর চাক কেটে উদ্বোধনের প্রস্তুতি নেন। এ সময় খবর আসে যে নির্ধারিত চাকটি চুরি হয়েছে। খবর শুনেই বিভাগীয় বনকর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি শোনার সাথে সাথেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত